পঞ্চপাণ্ডবদের দ্বারা প্রতিষ্ঠিত শিব মন্দিরের মহিমা আলাদা,
শিবরাত্রিতে নামে ভক্তের ঢল
সোমনাথ মুখার্জি, পাণ্ডবেশ্বর
অতি প্রাচীন কাল থেকেই আমাদের দেশের সভ্যতা সমৃদ্ধ। শিল্পকলা, সাহিত্যের পাশাপাশি স্থাপত্যতেও অত্যন্ত প্রসিদ্ধ ছিল প্রাচীন ভারত। প্রাচীন মন্দির ও সাহিত্য থেকে তার অনেক নিদর্শন আমরা পেয়ে থাকি। আজ আমরা আলোচনা করব ভারতের অতি প্রাচীণ কয়েকটি শিব মন্দির নিয়ে। এই শিবমন্দিরগুলি মহাভারতের সময়ে পঞ্চপাণ্ডব প্রতিষ্ঠা করেছিলেন বলে প্রচলিত বিশ্বাস রয়েছে। ভারতে দ্বাপর ও ত্রেতাযুগের কিছু শিব মন্দির এখনও রয়েছে, যার অধিকাংশই পাণ্ডবদের সঙ্গে সম্পর্কিত। পাণ্ডবরা তাদের ১২ বছরের নির্বাসনে অনেক শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন, যা আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথিত আছে, পাণ্ডবরা যখন অজ্ঞাত বাসে ছিলেন, সেই সময় পঞ্চপাণ্ডব কে নিতে কুন্তি বর্তমান পাণ্ডবেশ্বর নামক জায়গায় গোপন আশ্রয়…