আগামী ১০ মার্চ কলকাতায় তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভার প্রচারে বৃহস্পতিবার দুপুরে আইএনটিটিইউসির পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাত নগরীর বিধান ভবনে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ভারতীয় বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য বিখ্যাত ক্রিকেটার কীর্তি আজাদ।
উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, পশ্চিম বর্ধমান আইএনটিটিইউসির সভাপতি অভিজিৎ ঘটক, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, দুর্গাপুর পুরসভার প্রশাসক অনিন্দিতা মুখার্জি, পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা, শ্রমিক নেতা প্রভাত চ্যাটার্জী সহ আইএনটিটইউসির কর্মীবৃন্দ।