কাটোয়া রেললাইনে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার বিকালে ভাতারের আমারুন হল্টে ট্রেন অবরোধ কর্মসূচি পালন করল সিপিএমের দুই শাখা সংগঠন ডিওয়াইএফআই এবং এসএফআই। এদিন বেশ কিছুক্ষণের জন্য ট্রেন আটকে রাখা হয়। বিক্ষোভের জেরে ওই লাইনে আটকে যায় বেশ কয়েকটি লোকাল ট্রেন।
কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর রেলপুলিশ, ভাতার থানার পুলিশবাহিনী এবং সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়। বেশ কিছুক্ষণ অবরোধের পর রেল কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। আন্দোলনকারী ডিওয়াইএফআই এবং এসএফআই-এর জেলা নেতৃত্বরা এবং স্থানীয় কর্মী সমর্থকদের অভিযোগ, ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিতে তারা ইতিমধ্যে রেলদপ্তরের কাছে একাধিকবার ডেপুটেশন দিয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এরপরেও ট্রেনের সংখ্যা না বাড়ানো হলে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন।