থানায় বিক্ষোভ প্রদর্শন বিজেপির
ভগবানপুর, পূর্ব মেদিনীপুর
পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার জুখিয়া গ্রাম পঞ্চায়েতের এক্তারপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সুজন দেবনাথ ও বিজেপি কর্মী গৌর বর-কে বিনা অপরাধে পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ। তার প্রতিবাদে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির জেলা সভাপতি তথা দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস, কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী, ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি সহ বিজেপি নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে নিয়ে ভূপতিনগর থানায় গিয়ে গ্রেফতারের প্রতিবাদ করেন। বিনা অপরাধে গ্রেফতারির প্রতিবাদে থানার সামনে রাস্তার উপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি কর্মী সমর্থকরা।