বাংলার নিজের খবর,বাঙালির খবর

শিব চতুর্দশী উপলক্ষে ফুলের দাম উর্দ্ধমুখী

শুক্রবার শিবচতুর্দশী উপলক্ষে বুধবার কলকাতার মল্লিকঘাট সহ পূর্ব মেদিনীপুর জেলার দেউলিয়া, কোলাঘাট সহ বিভিন্ন ফুলবাজারগুলিতে গাঁদা, চেরী, গোলাপ, অপরাজিতা, ধুতরা সহ বিভিন্ন ফুলের দাম উর্দ্ধমুখী। সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, শিবরাত্রি উপলক্ষে কলকাতার মল্লিকঘাট সহ জেলার বিভিন্ন ফুলবাজারগুলিতে বুধবার অপরাজিতা, ধুতরা, গাঁদা, চেরী, গোলাপ সহ সব ফুলের দাম উর্দ্ধমুখী।

 

মল্লিকঘাট সহ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট, দেউলিয়ার পাইকারী ফুলবাজারে বুধবার গাঁদা ফুল বিক্রি হয়েছে ৫০ টাকা প্রতি কেজি, চেরী ফুল ৬০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়েছে। হলুদ রঙয়ের তিন ফুট সাইজের গাঁদাফুলের ২০টি মালা ৩০০-৩৫০ টাকা, লাল গাঁদা ফুলের ঐ একই সাইজের ২০টি মালা ২০০-২৫০ টাকা, দোপাটী ৬০-৭০ টাকা প্রতি কেজি, অপরাজিতা ৪০০ টাকা প্রতি কেজি, আকন্দ ফুলের ছোট সাইজের ২০ টি মালা ১৫০-১৭০ টাকা, পদ্ম প্রতি পিস ১০-১৫ টাকা, গোলাপের কুঁড়ি তিন থেকে সাড়ে তিন টাকা দরে বিক্রি হয়েছে।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News