সবুজ সাথীর সাইকেল বিতরণ
কাঁথি, পূর্ব মেদিনীপুর
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির অন্তর্গত ধন্দালীবাড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সবুজ সাথীর সাইকেল বিতরণ করা হলো বৃহস্পতিবার। ছাত্র-ছাত্রীদের হাতে সাইকেল তুলে দিয়ে এই কর্মসূচির সূচনা করলেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ। উপস্থিত ছিলেন ধান্দালিবাড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালক মন্ডলীর সভাপতি পুলকেশ গিরি, ধন্দালীবাড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালক মন্ডলীর সদস্য প্রদীপ দাস, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসেনজিৎ বেরা ও সমস্ত শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। এদিন শতাধিক ছাত্র-ছাত্রীকে সাইকেল বিতরণ করা হয়।