বাংলার নিজের খবর,বাঙালির খবর

আবার বন্ধে ভারত পেলো বাংলা !

মঙ্গলবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনগুলির উদ্বোধন করেন গুজরাতের আহমেদাবাদ থেকে।ভারতের রেল প্রকল্পে শামিল হল দশটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন।

এএনআই সূত্রে খবর, পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে পটনা পর্যন্ত চলবে বন্দে ভারত। বিশাখাপত্তনম থেকে দু’টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হবে। বিশাখাপত্তনম থেকে পুরী এবং বিশাখাপত্তনম থেকে সেকেন্দরাবাদ লাইনে দু’টি নতুন বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করা হয়েছে। তা ছাড়া আমদাবাদ-মুম্বই সেন্ট্রাল, মাইসুরু-এমজিআর সেন্ট্রাল (চেন্নাই), পটনা-লখনউ, লখনউ-দেহরাদূন, কালাবুরাগি-স্যর এম বিশ্বেশ্বর টার্মিনাল বেঙ্গালুরু, রাঁচি-বারাণসী এবং খাজুরাহো-দিল্লি (নিজামউদ্দিন) লাইনে আরও আটটি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করা হয়েছে। লোকসভা ভোটের আগে আবার চমক বলা জেতেই পারে ।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News