বাংলার নিজের খবর,বাঙালির খবর

বাবাকে তৃণমূলে যেতে নিষেধ করেছিলাম বললেন অর্জুন পুত্র পবন

এত বছর দল করেও বাবাকে যথাযোগ্য সম্মান দেয় নি তৃণমূল। সেটা ভেবেই বাবাকে তৃণমূলে যেতে নিষেধ করেছিলাম। কিন্তু এমন পরিস্থিতি সৃষ্টি করা হল, তাতে বাবা তৃণমূলে যেতে বাধ্য হয়েছিলেন। মঙ্গলবার জগদ্দলের মেঘনা মোড়ে নিজের অফিসে বসে সাংবাদিকদের খোলামেলা এমনটাই বললেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক তথা অর্জুন পুত্র পবন কুমার সিং। বাবার টিকিট না পাবার পর এই প্রথম মুখ খুললেন তরুণ বিজেপি বিধায়ক পবন কুমার সিং। এদিন তিনি বলেন, বাবাকে অনেকবার বলেছিলাম ওরা টিকিট দেবে না। সেটা অবশেষে প্রমাণিত হল। এমনকি তাঁকেও তৃণমূলে যাবার কথা বলেছিলেন তাঁর বাবা। কিন্তু ভাটপাড়ার মানুষ তাঁকে দু’দুবার জিতিয়েছেন। তাই পবন তৃণমূলে যেতে নারাজ ছিলেন। পবনের কথায়, কারও সঙ্গে বিশ্বাসঘাতকতা করা ঠিক নয়। যেটা তাঁর বাবার সঙ্গে হয়েছে।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News