বাংলার নিজের খবর,বাঙালির খবর

বারাসতে প্রার্থী দিচ্ছে আইএসএফ

এবার লোকসভা ভোটে ময়দানে নামতে চলেছে আইএসএফ, ইতি মধ্যে আসনরফা হয়েছে তার মধ্যেই ঘোষণা নাওসাদের।

দু’দিন আগেই আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে সিপিএমের সঙ্গে আসন-রফা নিয়ে আলোচনা হয়েছে আইএসএফের। তাদের চাহিদার আসন কমাতে অনুরোধ করেছেন সিপিএম নেতৃত্ব। আলোচনার প্রক্রিয়া এখনও শেষ হয়নি। এই পরিস্থিতিতে রবিবার আইএসএফ নেতা নওসাদ সিদ্দিকী জানালেন, বামেদের সঙ্গে জোট হোক না হোক, বারাসত লোকসভা কেন্দ্রে প্রার্থী দিচ্ছে তারা। বসিরহাট ও বনগাঁ কেন্দ্রেও প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে। এ দিন বিকেলে বারাসতের রবীন্দ্রভবনে কর্মিসভায় যোগ দিতে এসেছিলেন নওসাদ।

তিনি বলেন, ‘‘উত্তর ২৪ পরগনা জেলায় তিনটি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে। তবে বারাসতে প্রার্থী দিচ্ছিই, তা চূড়ান্ত হয়েছে।’’ তৃণমূলের তরফে বারাসতের প্রার্থী কাকলি ঘোষদস্তিদার বিভিন্ন সভা থেকে আইএসএফকে ‘ভোট কাটুয়া’ বলে কটাক্ষ করেন। এ প্রসঙ্গে নওসাদ বলেন, ‘‘দেশের সকলে জানে, আরএসএসের দু’টো রাজনৈতিক চিহ্ন, বিজেপি আর তৃণমূল। আমাদের নিয়ে এ জন্যই ওদের চিন্তা তৈরি হয়েছে।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News