বাংলার নিজের খবর,বাঙালির খবর

হাবড়ার বানীপুর থেকে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার বানীপুর থেকে রাজ্যজুড়ে একগুচ্ছ সরকারি প্রকল্পের শুভ সূচনা ও শিলান্যাস করার পাশাপাশি CAA নিয়ে কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করতে দেখা যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে। উক্ত অনুষ্ঠানে উপভোক্তাদের হাতে বিভিন্ন পরিসেবা তুলে দেওয়ার পাশাপাশি অভয় দিয়ে বলেন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার থাকা অবস্থায় কেন্দ্রীয় বিভাজনকারী শক্তিকে কোনমতেই মাথাচাড়া দিতে দেওয়া হবে না।
উত্তর ২৪ পরগনা জেলাশাসক শরদ কুমার দ্বিবেদীর তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মুখ্য সচিব,রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়,সাংসদ সৌগত রায়,ডাঃ কাকলি ঘোষ দস্তিদার,রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ,ব্রাত্য বসু,চন্দ্রিমা ভট্টাচার্য,উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী,সহকারী সভাধিপতি বীণা মন্ডল,বিধায়কগণ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রমূখ
উল্লেখ্য বারাসাত দু নম্বর ব্লক থেকে নির্বাচিত জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ দায়িত্বের সঙ্গে স্কুলের শিক্ষার্থী,স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সহ আগত উপভোক্তাদের সঙ্গে সৌজন্য বিনিময় ও পরিষেবা প্রদানে দক্ষতার ছাপ রাখে।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News