দিদির ধমক সোনার পর হটাত সুর বদলালেন ভাই স্বপন ওরফে বাবুন। বুধবার সকালেই হাওড়া সদরের তৃণমূলের প্রার্থী মনোনয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করে বাবুন বলেছিলেন, তাঁর ওই প্রার্থীকে পছন্দ নয়। এমনও ইঙ্গিত দিয়েছিলেন যে, দিদি (মমতা) তাঁকে অনুমতি না দিলেও তিনি হাওড়া থেকে নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়বেন। দুপুরে সেই বাবুনই ইউ টার্ন নিলেন। বাবুন জানিয়ে দিলেন, তিনি নির্দল প্রার্থী হিসাব ভোটে দাঁড়াচ্ছেন না। আর দিদি তাঁকে নিয়ে যা যা বলেছেন, তার সবটুকুই তিনি ‘দিদির আশীর্বাদ’ হিসাবেই নিচ্ছেন। আর সাথে উনি বিজেপিতেও পা দিছেন না তাও জানান বানুন