বাংলার নিজের খবর,বাঙালির খবর

পার্থের বিরুদ্ধে লড়ব, লড়ব ব্যারাকপুরেই : অর্জুন

আখন খালি সময়ে অপেক্ষা বলা যেতেই পারে , ব্যারাকপুর লোকসভা নিয়ে রীতি মতন লাফালাফি শুরু করেছেন আরজুন।এবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রেই ভোটে দাঁড়াবেন বলে জানিয়ে দিলেন টিকিট না পেয়ে বিক্ষুব্ধ তৃণমূল নেতা অর্জুন সিংহ। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসাবে ঘোষণা করেছে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের নাম। টিকিট না পেয়ে ক্ষুব্ধ অর্জুনের বসার ঘর থেকে মঙ্গলবারই সরে গিয়েছে মমতা, অভিষেকের ছবি। সেখানে এসেছে মোদীর ছবি। এই প্রেক্ষিতে তাঁর আবার পদ্মে ফিরে যাওয়ার জল্পনা দানা বেঁধেছে। বুধবার অর্জুনকে তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়ে দেন, পার্থের বিরুদ্ধে ব্যারাকপুরেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাশাপাশি, তাঁর দাবি, গত বারের থেকে বেশি ভোটে এ বার জিতবেন তিনি। অর্জুন বলেন, ‘‘পার্থ ভৌমিকের সিন্ডিকেট থেকে ব্যারাকপুরকে আমাকে বাঁচাতেই হবে।’’ এখন নতুন প্রশ্ন আসছে পার্থ ভৌমিকের সিন্ডিকেট বলতে ঠিক কি বলতে চাইছেন টিকিট না পাওয়া অর্জুন।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News