সোমনাথ রায়, পুরুলিয়া :- পুরুলিয়া (purulia) লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষনা করলো আদিবাসী কুডমি সমাজ। পুরুলিয়া (purulia) লোকসভা কেন্দ্রের প্রার্থী হলেন আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো। বুধবার সমাজের মুখ্য কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করল আদিবাসী কুড়মি সমাজের প্রার্থী অজিত প্রসাদ মাহাতো। পুরুলিয়া জেলায় কুড়মি সমাজের দাবি, পুরুলিয়া ( ) লোকসভা কেন্দ্রে প্রায় ২৮-৩০ শতাংশ কুড়মি সমাজের মানুষ রয়েছে। সেক্ষেত্রে কুড়মি ভোট একটা বড়ো ফ্যাক্টর বলে মনে করছে রাজনৈতিক দল। অন্যদিকে প্রতিপক্ষ রয়েছেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো এবং তৃণমূলের শান্তিরাম মাহাতো। সেক্ষেত্রে কুড়মি ভোট কোনদিকে যায় সেদিকেই তাকিয়ে জেলাবাসী। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনেও পুরুলিয়ায় এককভাবে প্রার্থী দিয়েছিল আদিবাসী কুড়মি সমাজ।