সোমনাথ রায়, পুরুলিয়া :- স্ত্রী থাকা সত্ত্বেও ফের এক মহিলাকে বিয়ে করার অভিযোগ উঠল এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার শ্রাবন্ডি গ্রামের ঘটনা। শ্রাবন্ডি গ্রামের বাসিন্দা এক পুলিশ কর্মীর স্ত্রী অভিযোগ করেছেন যে তার স্বামী পুনরায় বিয়ে করেছেন। কুন্তী কুমারী নামে প্রথম পক্ষের ওই স্ত্রীর আরো অভিযোগ করেন যে তিনি এর আগেও স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন ঝাড়খণ্ডের থানায়। সেখানে কেস চলছে বলে জানান তিনি। চার দিন আগে তার স্বামী আরো বিয়ে করেন বাঘমুণ্ডি থানা এলাকার আরেক মহিলাকে বলেও জানান তিনি। প্রথম পক্ষের স্ত্রী প্রতিবন্ধী বলে জানা গিয়েছে।