বাংলার সময়, ব্যারাকপুর :- নৈহাটিতে সন্দেশখালির বাদশা শেখ শাহজাহানের বিঘের পর বিঘে জমি কেনা আছে। বৃহস্পতিবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিক বৈঠকে এমনই বিস্ফোরক দাবি করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এদিন তিনি বলেন, পার্থ ভৌমিক সন্দেশখালিতে ছুটে ছিলেন শেখ শেখ শাহজাহান, উত্তম সর্দার ও শিবু হাজরাদের বাঁচাতে। ওদের সম্পত্তির সঙ্গে বিধায়ক যুক্ত কিনা, সেটা দেখতে হবে। এদিন সাংসদ সাফ জানিয়ে দিলেন, তিনি বিজেপিতেই যোগদান করছেন। যোগদান পর্ব কলকাতা কিংবা দিল্লিতে হবে, তা এখনও ঠিক হয়নি। সাংসদের দাবি, তৃণমূলের একজন বড় মাপের নেতাও বিজেপিতে যোগ দেবেন। সাংসদ আরও বলেন, নৈহাটির বড়মা ও গৌরীপুর বজরঙ্গবলি মন্দিরে পুজো দিয়েই প্রচার শুরু করবেন। নৈহাটিতে বন্ধ গৌরীপুর জুটমিল, রঙ কারখানা ও সিসি কারখানার বিপন্ন শ্রমিকদের বাঁচাতে তিনি বড়মার কাছে প্রার্থনা করবেন। নৈহাটির গঙ্গাবক্ষ থেকে অবৈধ উপায়ে বালি উত্তোলন ও বালি উত্তোলনের জেরে জুবিলি ব্রিজের ক্ষতিগ্রস্ত হওয়া নিয়েও এদিন তিনি মুখ খুললেন।