- বাংলার সময়, পুরুলিয়া :-লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে, ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দলের শুরু হয়েছে। এর মধ্যে ব্যতিক্রম নয় পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস।
পুরুলিয়া পৌরসভার দুজন নির্দল কাউন্সিলর পুরুলিয়া কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়ার হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন ঠিক লোকসভা নির্বাচনের পূর্বে নির্দল দুই কাউন্সিলর এর তৃণমূল কংগ্রেসের যোগদান করাতে তৃণমূল কংগ্রেস কিছুটা হলেও আরো শক্তি বৃদ্ধি করল।
নির্দল দুই কাউন্সিলর রোকেয়া খাতুন ও রুমকি কর্মকার জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সার্বিকভাবে ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই দিন এই যোগদান পুরুলিয়া তৃণমূল কংগ্রেসের সৌমেন বেলথরিয়া ও পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব তথা জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজয় ব্যানার্জির হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে নেন নির্দল ২ কাউন্সিলর।