বাংলার নিজের খবর,বাঙালির খবর

স্টেট মিডিয়া কো-অর্ডিনেটর দায়িত্ব পেলেন অরিজিৎ

  1. বরাবরই পশ্চিমবঙ্গের মধ্যে উত্তর ২৪ পরগনা জেলা, কংগ্রেসকে রাজ্য স্তরে বহুবার নেতৃত্ব দিয়েছে। আবারো উত্তর ২৪ পরগনা জেলার থেকে রাজ্য স্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত হাবরা বিধানসভার বাসিন্দা ও রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অরিজিত চক্রবর্তী। সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাস বি.ভি. অরিজিৎকে সর্বভারতীয় যুব কংগ্রেসের লোকসভা নির্বাচনের আগের মুহূর্তে রাজ্যের মিডিয়া কো অর্ডিনেটর এর বিশেষ দায়িত্ব দেওয়া হল। এছাড়াও জয়েন্ট কো-অর্ডিনেটরের দায়িত্বভার পেয়েছেন মোহাম্মদ সরফরাজ ও জিয়াউর রহমান চৌধুরী। এ বিষয়ে অরিজিৎ আমাদের বাংলার সময়ের প্রতিনিধিকে জানায় তিনি তার দায়িত্ব যথাসম্ভব পালন করবেন। যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি যে দায়িত্ব দিয়েছেন ভরসা করে তার ভরসা রাখবেন তাছাড়াও এও বলেন প্রদেশ যুব কংগ্রেস মল্লিক কেউ বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমরা সকলে একটা সহযোদ্ধার মত কাজ করি আগামীতেও সকলে মিলে যুব কংগ্রেসকে রাজ্যের বুকে আরো শক্তিশালী পারবো।
মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News