রাজপরিবারের সদস্যা অমৃতা রায়কে লোকসভায় বিজেপি প্রার্থী করার পর থেকেই ক্রমশ ইতিহাসাশ্রয়ী হয়ে উঠছে কৃষ্ণনগর কেন্দ্রের ভোটের লড়াই। সেই সূত্র ধরে এ বার কৃষ্ণনগরের রাজনীতির আঙিনায় চলে এল গোপাল ভাঁড়ের প্রসঙ্গও। রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস দাবি করলেন, গোপাল ভাঁড়কে হত্যা করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায়! পাল্টা উজ্জ্বলকে প্রমাণ দাখিলের দাবি তুলে বিজেপি প্রার্থী অমৃতা জানান, প্রয়োজনে আইনি পথে যেতে পারেন।
কৃষ্ণনগরে গোপাল ভাঁড় মেলার উদ্বোধনে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বলেন, ‘‘আমাদের গোপাল ভাঁড়কে হত্যা করার জন্য কে সব থেকে বেশি চক্রান্ত করেছিলেন, কে দায়িত্ব নিয়েছিলেন? তিনি হচ্ছেন আমাদের এই রাজা। তাঁর সব থেকে বড় কৃতিত্ব, যাঁরা তাঁকে সুনাম এনে দিলেন, সেই রাজা আমাদের গোপাল ভাঁড়কে হত্যা করেছিলেন। সবাই এটা ভাল করে জানে। সুতরাং, আমাদের দুর্নাম যদি কেউ করে থাকেন, তিনি আমাদের কৃষ্ণনগরের রাজা।’’