বাংলার সময়, নিজস্ব সংবাদদাতা, বসিরহাট,
আসন্ন লোকসভা নির্বাচনে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। রাজনৈতিক দলগুলো প্রচারাভিযানে সর্বোচ্চ দিয়ে ভোটারদের কাছে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলার বিয়াল্লিশ টি আসনে মা মাটি মানুষের নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি ও সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে ব্যাপকহারে জয়ের ব্যাপারে আশাবাদী দলের কর্মীরা।
শনিবার, বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী শেখ নূরুল ইসলাম এর সমর্থনে রাজ্যের মন্ত্রী শ্রী সুজিত বোস এর নেতৃত্বে জেলা কোর কমিটির গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
বক্তব্যে মধ্যে বিরোধের পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস কর্মীরা সংঙ্গবদ্ধ ভাবে বিশাল মার্জিনে জয় ছিনিয়ে আনতে অঙ্গীকার বদ্ধ হয়। উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান শ্রী সরোজ ব্যানার্জী,বিধায়ক রফিকুল ইসলাম, সুকুমার মাহাতো,ডাঃ সপ্তর্ষী ব্যানার্জী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ,বুরহানুল মুকাদ্দিম লিটন,সাহানুর মন্ডল, বারাসাত -২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রী শম্ভুনাথ ঘোষ, বসিরহাট থেকে সুরজিৎ মিত্র বাদল,প্রদ্যুৎ দাস, ফারুক গাজী,এটিএম আবদুল্লাহ, আবদুল খালেক,কৌশিক,সৌমিক রায় অধিকারি,কৃষ্ণ, রবিউল ইসলাম,সেখ হাসিবুল ইসলাম, তরিকুল ইসলাম বাপি প্রমুখ।