বাংলার নিজের খবর,বাঙালির খবর

মুখতার আনসারির শেষকৃত্য সম্পন্ন, ভিড় সামলাতে হিমশিম খেল পুলিশ

জেলের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন গ্যাংস্টার–রাজনীতিবিদ মুখতার আনসারি। তাঁর পরিবারের দাবি, বিষপ্রয়োগে মারা হয়েছে তাঁকে। আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে মুখতারের ছেলে। এই পরিস্থিতিতে শনিবার মুখতার আনসারির শেষকৃত্যে নামল মানুষের ঢল। ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেল পুলিশ। গাজিপুরের কালি বাগ কবরস্থানে মা–বাবার পাশেই সমাধিস্থ করা হয় মুখতারকে। এদিন কবরস্থানের বাইরে বিপুল মানুষ উপস্থিত হন। ভিড় সরাতে লাঠিচার্জও করতে হয় পুলিশকে। এদিন বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্যে মুখতার আনসারির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পরে কবরস্থ করার জন্য শবযাত্রা পৌঁছয় কবরস্থানে। মুখতার আনসারির ছেলে ওমর আনসারি উপস্থিত জনতাকে ভিতরে যাওয়ার চেষ্টা না করার জন্য আবেদন করেন। কিন্তু শেষকৃত্যে আসা বহু মানুষ মুখতার আনসারির কবরে মাটি দিতে চান। পরে পুলিশি তৎপরতায় তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে কবরস্থ করা হয় মুখতারকে।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News