লোকসভা ভোটের আগে হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূলে ভাঙন। রবিবার সিঙ্গুরের তৃণমূলনেত্রী প্রতিমা দাস তাঁর অনুগামীদের নিয়ে বিজেপিতে। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের হাত থেকে পদ্মশিবিরের পতাকা তুলে নিয়ে প্রতিমা তৃণমূলকে ‘উৎখাত’ করার ডাক দিলেন। যদিও তৃণমূলের দাবি, এই যোগদানের ফলে তাদের দলে কোনও নেতিবাচক প্রভাব পড়বে না।
রবিবার সিঙ্গুরে পশ্চিম বারুইপাড়া এলাকায় বিজেপির তরফে আয়োজিত ‘যোগদান মেলায়’ হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী লকেট যোগদানকারীদের হাতে পদ্ম আঁকা পতাকা তুলে দেন। তৃণমূল ছেড়ে পদ্মশিবিরে যোগদান করেন সিঙ্গুর পঞ্চায়েত সমিতির দুই বারের প্রাক্তন সভাপতি প্রতিমা। তাঁর সঙ্গে ছিলেন বারুইপাড়া পলতাগড় এলাকার তৃণমূল কর্মী প্রদীপ দাস, শুকদেব দাস, রূপশ্রী পাত্র-সহ আরও অনেকে। ওই যোগদান পর্বের আগে পশ্চিম বারুইপাড়া এলাকার কালীমন্দিরে পুজো দেন লকেট। তিনি বলেন, ‘‘প্রায় ২০০ জন মানুষ যাঁরা তৃণমূল এবং সিপিএমে ছিলেন। নরেন্দ্র মোদীর কাজে উদ্ধুদ্ধ হয়ে বিজেপিতে যোগদান করেছেন। বিশেষ করে মহিলাদের যোগদান উল্লেখযোগ্য। এই যোগদানের ফল বিজেপি আরও শক্তিশালী হবে।’’