জল্পনা ছিল এবং সেই জল্পনা সত্যি করে বারামতীতে সুপ্রিয়া সুলের বিপরীতে গেরুয়া শিবির প্রার্থী করেছে অজিত পত্নী সুনেত্রা পাওয়ারকে। এককথায় ভোটের ময়দানে মুখোমুখি একই পরিবারের দুই সদস্য। সর্বভারতীয় সংবাদ সংস্থার সঙ্গে কথা বলার সময় এই প্রসঙ্গে সুপ্রিয়া সুলে বলেন, তাঁর বিপরীতে সুনেত্রা পাওয়ারকে প্রার্থী করা বিজেপির নোংরা খেলা ছাড়া আর কিছুই নয়। শরদ কন্যা সুপ্রিয়া বলেন, সুনেত্রা পাওয়ার তাঁর বড় ভাইয়ের স্ত্রী, তিনি মাতৃ স্থানীয়। মনে এক বিশেষ জায়গায় রয়েছেন তিনি। সুপ্রিয়ার অভিযোগ, তাঁর বিরুদ্ধে সুনেত্রা পাওয়ারকে প্রার্থী করে আদতে বিজেপি তাঁদের পরিবারের মাঝে ফাটল তৈরি করতে চাইছে। বিজেপির ষড়যন্ত্র, পাওয়ার সাহেব (শরদ পাওয়ার)- এর নাম শেষ করা। নির্বাচনী এলাকার উন্নয়ন ইত্যাদির সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই।