বাংলার নিজের খবর,বাঙালির খবর

মুর্শিদাবাদে শক্তিবৃদ্ধি তৃণমূলের, যোগ দিলেন ৫০০ মহিলা

আসন্ন লোকসভা নির্বাচনের আগে কার্যত ধস নামল মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। রবিবার সুতির বিধায়ক ইমানি বিশ্বাসের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বহুতালী গ্রাম পঞ্চায়েতের প্রায় ৫০০ মহিলা। বিপুল সংখ্যক মহিলাদের অংশগ্রহণের ফলে আসন্ন নির্বাচনে তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের জয়ের মার্জিন আরও বাড়বে বলে আশাবাদী স্থানীয় তৃণমূল নেতৃত্ব। রবিবার সুতি-১ ব্লকের বহুতালী গ্রাম পঞ্চায়েতে একটি অনুষ্ঠানে মহিলাদের হাতে দলীয় পতাকা তুলে দেন স্থানীয় বিধায়ক ইমানি বিশ্বাস।

তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্য জুড়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চলছে। সমস্ত স্তরের যোগ্য মহিলারা উন্নয়ন মূলক প্রকল্পগুলির সুবিধা পাচ্ছেন। সোমবার থেকে রাজ্যের মহিলারা
বর্ধিত হারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে শুরু করবেন। বহুতালী অঞ্চলের প্রায় সকলেই রাজ্য সরকারের প্রকল্পগুলির সুবিধা পেয়েছেন। সে কারণেই গ্রামের মহিলারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং দলের সেনাপতি অভিষেক ব্যানার্জির হাত শক্ত করার জন্য তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন।”

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News