বাংলার নিজের খবর,বাঙালির খবর

সোমেও উত্তরবঙ্গে দুর্যোগের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

সোমবারেও জেলায় জেলায় দুর্যোগের ঘনঘটা। রবিবার বিকেলে ঝড়ের তাণ্ডবে কার্যত বিপর্যস্ত জলপাইগুড়িড় কোচবিহার, আলিপুরদুয়ারের একাধিক এলাকা। শুধুমাত্র জলপাইগুড়িতে মৃত্যু হয়েছে ৫ জনের। আহত হয়েছেন ২০০ জন। গতকালের পর আজও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবারে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরের বিভিন্ন জেলায়। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়াও বইবে। মঙ্গলবার কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ বাড়বে। হালকা বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ারে।
অন্যদিকে সোমবার থেকে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও তাতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহে কলকাতায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News