অটিজম হল এক প্রকার মানসিক সমস্যা, যা শিশুদের মধ্যে দেখা যায়। নিউরোডেভেলপমেন্টাল সমস্যা হিসেবে যা চিহ্নিত। এক থেকে পাঁচ বছরের শিশুদের মধ্যে সাধারণত এই রোগ দেখা যায়। কিন্তু দুঃখের বিষয় হল জন্মের সময় মা বাবা, এমনকি চিকিৎসকরা পর্যন্ত এই রোগ ধরতে পারেন না। ধীরে ধীরে বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই রোগের একাধিক উপসর্গ দেখা দেয়।
মঙ্গলবার সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির পক্ষ থেকে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হল। ইউনিভার্সিটির সাইকোলজি বিভাগের পক্ষ থেকে এই দিনটি পালন করা হয়। এদিন ক্যাম্পাস চত্বরে একটি পদযাত্রার আয়োজন করা হয়।
এদিনের সচেতনতা মিছিলে অংশ নেন উপাচার্য প্রফেসর ধ্রুবজ্যোতি চ্যাটার্জি, রেজিস্ট্রার প্রফেসর সুমন চ্যাটার্জি সহ আরও অনেকে। ছাত্রছাত্রীরা ব্যানার হাতে অটিজমের বিভিন্ন দিকগুলি তুলে ধরেন। এই বিষয়ে সমাজকে আরও বেশি সচেতন করে তোলার লক্ষ্যেই এদিন এস এন ইউ ক্যাম্পাসে এমন একটি অনুষ্ঠানের আয়োজন বলে জানা গেছে।