বাংলার নিজের খবর,বাঙালির খবর

গার্ডেনরিচ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩

গার্ডেনরিচে ঝুপড়ির উপর বেআইনি বহুতল ভেঙে পড়ার ঘটনায় আরও বাড়ল মৃতের সংখ্যা। মঙ্গলবার এসএসকেএম হাসপাতালে প্রাণ হারান আরও এক যুবক। মৃতের নাম, মইনুল হক। ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গার্ডেনরিচ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩।
গত ১৭ মার্চ মধ্যরাতে ঝুপড়ির উপর ভেঙে পড়েছিল বেআইনি বহুতল। আহত হন বহু মানুষ। পরেরদিন সকালে মাথায় চোট নিয়ে এলাকা পরিদর্শন করে প্রশাসনকে প্রোমোটারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই ঘটনায় প্রোমোটার মহম্মদ ওয়াসিম, জমির মালিক মহম্মদ সরফরাজ, এবং এক রাজমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত এখনও জারি রয়েছে।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News