হুগলি লোকসভায় গত ভোটে পদ্ম ফুটেছিল। জিতেছিলেন অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। সেই কেন্দ্র পুনরুদ্ধারে এ বার লকেটের বিরুদ্ধে তৃণমূল লড়তে পাঠিয়েছে আর এক অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার সেই হুগলির সাংগঠনিক বৈঠকের পর তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, জেলার তিনটি লোকসভার মধ্যে হুগলি লোকসভায় তৃণমূল জিতবে সর্বোচ্চ ব্যবধানে। হুগলিতে আরও যে দু’টি লোকসভা কেন্দ্র রয়েছে সেগুলি হল শ্রীরামপুর এবং আরামবাগ।
সিঙ্গুরের একটি রিসর্টে হুগলি লোকসভার সাতটি বিধানসভা এলাকার বিভিন্ন স্তরের নেতা-নেত্রীদের নিয়ে মঙ্গলবার বৈঠক করেন অভিষেক। সেখানে প্রার্থী রচনা ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সভাপতি তপন দাশগুপ্ত, রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, অসীমা পাত্র, শ্রীরামপুর-হুগলি সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুঁইন-সহ বিধায়কেরা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিষেক বলেন, ‘‘দলের অভ্যন্তরীণ বৈঠক হয়েছে। আমাদের কিছু সাংগঠনিক সমস্যা ছিল। সে সব নিয়ে আলোচনা করেছি। তবে সব কথা সংবাদমাধ্যমের সামনে বলব না।’’