আজ, শুক্রবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জোড়া নির্বাচনী সভা করবেন উত্তরের দুই জেলায়। ১৯ এপ্রিল প্রথম দফা নির্বাচন রয়েছে। অনেক আগে থেকেই প্রচারে ঝড় তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আজ নেত্রীর প্রথম সভাটি হবে কোচবিহারের দিনহাটায়। এরপর আলিপুরদুয়ারের কালচিনিতে প্রচার সভা করবেন নেত্রী। আজ ধূপগুড়িতে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। ধূপগুড়ির সভার পর তিনি যাবেন ময়নাগুড়ির বার্নিশ গ্রামে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে দেখা করতে- কথা বলতে। সঙ্গে থাকবেন দিল্লিতে যাওয়া ১০ জনের তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরাও। শুক্রবার দিনহাটা সংহতি ময়দানে তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়ার সমর্থনে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, মুখ্যমন্ত্রীর এই দিনহাটার সভায় ব্যাপক ভিড় হবে। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক উন্মাদনা দিনহাটায়।
আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রকাশচিক বড়াইকের সমর্থনে আজ কালচিনি ব্লকে জনসভা করবেন নেত্রী। আগামী কয়েকটা দিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টানা কর্মসূচি রয়েছে।