বাংলার নিজের খবর,বাঙালির খবর

মানুষের ক্ষতি হয়েছে, কোটি কোটি ডলারের দুর্নীতির অভিযোগে মৃত্যুদণ্ডের মুখে ধনকুবের

ভিয়েতনামে (Vietnam- Lan) এক মহিলা ধনকুবেরের বিরুদ্ধে কোটি কোটি ডলারের দুর্নীতির অভিযোগ। তাঁর জন্য ক্ষতি হয়েছে দেশের মানুষের। অত্যন্ত চতুররতার সঙ্গে এই জালিয়াতি ওই ধনকুবের করেছেন বলে অভিযোগ। তাই কঠিন সাজা শোনাল আদালত।ভিয়েতনামের (Vietnam- Lan) অন্যতম বড় রিয়েল এস্টেট সংস্থা ‘ভ্যান থিন ফ্যাট’-এর প্রধান ছিলেন ৬৭ বছরের লান। তাঁর বিরুদ্ধে ওঠা প্রায় ২৭ বিলিয়ন ডলার দুর্নীতির অভিযোগ ওই দেশের অন্যতম বড় দুর্নীতির মামলা। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, সেদেশের জিডিপির প্রায় ৩ শতাংশ তিনি জালিয়াতি করেছেন। ২০১২ থেকে ২০২২- এই সমইয়ের মধ্যে একাধিক ভুয়ো সংস্থার মাধ্যমে টাকা পাচারের অভিযোগ লানের। এর জন্য বহু সরকারি আধিকারিকদের বড় অঙ্কের টাকা ঘুষ দিয়েছেন বলেও অভিযোগ। দু বছর আগেই তিনি গ্রেফতার হয়েছিলেন। লানের বিরুদ্ধে তহবিল তছরুপ থেকে ব্যাঙ্কিং আইন লঙ্ঘন, ঘুষ-সহ বহু অভিযোগই আনা হয়েছিল। এবার মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News