বিশেষ প্রতিবেদন,হাড়োয়া,
লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।চায়ের দোকান থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত চর্চার কেন্দ্রবিন্দুতে এখন ভোট প্রার্থীদের নিয়ে কাটাছেঁড়া বিশ্লেষণ। দিল্লির মসনর দখলের লড়াইয়ে রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে বিষোদাগার করতে পিছপা হচ্ছে না। বাংলার ৪২ টি আসনে তৃণমূল কংগ্রেস জয়ের লক্ষ্যে প্রার্থীদের নাম ব্রিগেডের ভরা মঞ্চ থেকে ঘোষণা করেছিল দলের সর্বোচ্চ নেতৃত্ব। প্রার্থীদের জেতাতে মাঠে ময়দানে নেমে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের নেতৃত্বরা।
বলাবাহুল্য বাংলার জনগণের জনগর্জন দিল্লীতে পৌঁছে দিতে সর্ব ভারতীয় তৃণমূল সভানেত্রী, বাংলার মানুষের সুখ দুঃখের সাথী জননেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক তথা সাংসদ মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী শেখ নূরুল ইসলাম এর সমর্থনে রবিবার উঃ ২৪ পরগনা জেলার হাড়োয়া বিধানসভা এলাকার বারাসাত -২ নং ব্লকের কীত্তিপুর -২ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ ও বসিরহাট সাংগঠনিক নির্বাচন কোর কমিটির সদস্য একেএম ফারহাদ বলেন উন্নয়নের নিরিখে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে।তিনি বলেন মানুষের সঙ্গে তৃণমূলের নাড়ির টান,শান্তি,সম্প্রীতি,উন্নয়ন মূল লক্ষ্য। তিনি আরো বলেন বসিরহাটের মাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি কর্মীরা যেভাবে মাঠে ময়দানে কাজ করছে তার ফল ভোট বাক্সে প্রতিফলিত হবে।মমতা বন্দ্যোপাধ্যায়,অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মীরা যেভাবে ময়দানে নেমে প্রার্থীদের সমর্থনে কাজ করছে তাতে রাজ্যে বিরোধীশূন্য লোকসভা গঠিত হতে চলেছে বলে তিনি জানান।
স্থানীয় অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সাহাবুদ্দিন আলি উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন জয় নিশ্চিত,লক্ষ্য এই অঞ্চল থেকে হাজী নূরুল ইসলামকে জেতানো। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সহিদুল আলী, উপপ্রধান রমা মন্ডল, আঞ্জুয়ারা বিবি,কাশেম আলী,আসাদ মোল্লা,ডাঃ মহিউদ্দিন,দীপু মন্ডল,গোপাল ঘোষ,স্বপন মন্ডল, রাজ্জাক মল্লিক,নাইমুল ইসলাম, তরুণ দাস,মামনি মুখার্জি প্রমুখ।