লোকসভা ভোটের প্রচারে মুর্শিদাবাদ আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, সব কিছু পরিকল্পনামাফিক চললে আগামী ১৯ এপ্রিল মুর্শিদাবাদে দুটি জনসভা করবেন তিনি। তৃণমূল জেলা সভাপতি অপূর্ব সরকার জানান, দলের তরফ থেকে মুখ্যমন্ত্রীর যে কর্মসূচি জানানো হয়েছে তাতে আগামী ১৯ এপ্রিল মুর্শিদাবাদ লোকসভার হরিহরপাড়ায় একটি জনসভা করার কথা আছে।অন্যদিকে সুতির বিধায়ক ইমানি বিশ্বাস বলেন, ১৯ এপ্রিল মুখ্যমন্ত্রী সুতির ছাবঘাটিতে জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে জনসভা করবেন বলে আমাদের জানানো হয়েছে। তৃণমূলের এক শীর্ষনেতা জানান, ওইদিনই মুখ্যমন্ত্রী যাতে লালগোলা অথবা সাগরদিঘি বিধানসভার কোনও এক জায়গায় খলিলুর রহমানের সমর্থনে আরও একটি জনসভা করেন সেই অনুরোধ রাজ্যের কাছে রাখা হয়েছে। তৃণমূল সূত্রে আরও জানা যায়, ২৯ এপ্রিল তৃণমূল সুপ্রিমো মুর্শিদাবাদের খড়গ্রামে খলিলুর রহমান এবং ভগবানগোলা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন সরকারের সমর্থনে জনসভা করবেন বলে সিদ্ধান্ত হয়েছে। আগামী ১ মে তিনি কান্দিতে ইউসুফ পাঠানের সমর্থনে আরও একটি জনসভা করবেন বলেও তৃণমূল সূত্রে জানা গিয়েছে। সূত্রের খবর, ১৯ এপ্রিলের পর যে কোনও দিন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মুর্শিদাবাদে জনসভা করবেন।