বনগাঁ লোকসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী বিশ্বজিৎ দাস এর সমর্থনে বাগদা বিধানসভা এলাকায় কর্মীসভায় বক্তব্য রাখছেন রাজ্য তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রী সুব্রত বক্সী। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ শ্রীমতী মমতাবালা ঠাকুর, রাজ্য তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি শ্রী জয়প্রকাশ মজুমদার, উঃ ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি শ্রী নারায়ন গোস্বামী, বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রী বিশ্বজিৎ দাস, জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু মুখ তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শ্যামল রায়,তরুণ ঘোষ, পরিতোষ সাহা,নিউটন বালা,রতন ঘোষ, পিনাকী,নিরুপম প্রমুখ।