*লক্ষ্য চতুর্থবার জয়লাভ*
*কাকলি’র সমর্থনে সান্ধ্যকালীন কর্মীসভা বারাসাত -২ নং ব্লকে*
*রবিবার সন্ধ্যায় বারাসাত লোকসভা কেন্দ্রে মমতা ব্যানার্জি ও অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ কাকলি ঘোষ দস্তিদার এর সমর্থনে সান্ধ্যকালীন কর্মীসভা অনুষ্ঠিত হয় বারাসাত -২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রী শম্ভুনাথ ঘোষ এর উপস্থিতিতে। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু মুখ তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও বসিরহাট নির্বাচনী কোর কমিটির অন্যতম সদস্য হাজী একেএম ফারহাদ, মহিলা নেত্রী মনোয়ারা বিবি,কেমিয়া খামারপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মানস কুমার ঘোষ,বিশিষ্ট নেতৃত্ব তপন মুখার্জি,গ্ৰাম পঞ্চায়েত প্রধান স্মৃতিকণা অধিকারী, উপপ্রধান মোজাফফর রহমান, আবদুল হাকিম, ভাস্কর কুন্ডু, অবনী ঘোষ, পুতুল ঘোষ,দেবু ঘোষ প্রমুখ।*