অবশেষে শুরু হচ্ছে সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া গ্রামের রাস্তার কাজ। এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল এলাকার একমাত্র যাতায়াতের রাস্তাটি সংস্কার করবার।সেই কাজ শুরু হবার ফলে স্বভাবতই খুশি ওই এলাকার সাধারণ মানুষ।
জানাগিয়েছে, জেলা সদর বালুরঘাটের অদূরে ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতে ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা গ্রামটির নাম চকরামপ্রসাদ। কয়েক বছর আগে তফসিলি ও আদিবাসী অধ্যুষিত এই গ্রামটি ‘দত্তক’ নেন বালুরঘাট লোকসভার বিজেপি সাংসদ তথা বর্তমান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। নিজের দত্তক নেওয়া সেই গ্রামের সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে গিয়ে ক্ষোভের মুখেও পড়তে হয় সুকান্ত মজুমদার কে। যদিও সেই সময় তৃণমূল চক্রান্ত করে সেই রাস্তার কাজ আটকে দিয়েছে বলেই অভিযোগ করা হয় বিজেপির তরফে। অবশেষে সেই রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষ।
এ বিষয়ে ভারতীয় জনতা পার্টির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, ‘বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এই রাস্তার জন্য ৫০ লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন। কিন্তু তৃণমূলের তরফে সেই রাস্তার কাজ আটকে দিয়ে চক্রান্ত করার চেষ্টা করা হয়েছিল। অবশেষে সেই রাস্তার কাজ শুরু হচ্ছে। এর ফলে গ্রামবাসীরা সকলেই খুশি।’
এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার বলেন, ‘গোটা জেলা জুড়ে উন্নয়নের কাজ চলছে। নির্বাচনের আগেই চকরাম এলাকায় রাস্তার কাজের প্রক্রিয়া শুরু হয়েছিল। মাঝখানে কিছু টেকনিক্যাল কারণে সেই কাজ সম্পূর্ণ রূপে বাস্তবায়িত করা যায়নি। অবশেষে পুনরায় সেই কাজ শুরু হচ্ছে। বালুরঘাটের সাংসদ এই কাজের বিষয়ে জেলা পরিষদের উপর দোষ চাপানোর চেষ্টা করেছিলেন। তবে বিষয়টি তেমন নয়। পুনরায় এই কাজ শুরু হচ্ছে।’