বাংলার নিজের খবর,বাঙালির খবর

অরূপ রায়ের সই, প্যাড ‘জাল’ করে প্রতারণার অভিযোগ

রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের সই, প্যাড ‘জাল’ করে প্রতারণার অভিযোগ। এফআইআর করা হলো থানায়। অভিযোগ জানানো হলো হাওড়ার সিপি’কেও। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায়ের প্যাড, সই এবং স্ট্যাম্প ‘জাল’ করার ঘোরতর অভিযোগ উঠলো। জানা গেছে, ‘জাল’ প্যাডে সই এবং স্ট্যাম্প ‘জাল’ করে কোনও ব্যক্তি রেলের রিজার্ভেশনের জন্য আবেদন জানিয়েছেন। এই অভিযোগে বুধবার রাতে হাওড়ার শিবপুর থানায় তৃণমূল কংগ্রেসের মধ্য হাওড়ার যুব সভাপতি অভিষেক চট্টোপাধ্যায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

তাঁর দাবি, কোনও অসাধু চক্র এই কাজের সঙ্গে যুক্ত। পুলিশ এদের তদন্ত করে খুঁজে বের করুক। তাঁর অভিযোগ, খোদ রাজ্যের মন্ত্রীর প্যাড, সই এবং স্ট্যাম্প জাল করে যদি রেলের রিজার্ভেশনের জন্য আবেদন জানানো হতে পারে এর পিছনে অবশ্যই কোনও অসৎ উদ্দেশ্য বা অসাধু চক্র রয়েছে। এই কারণেই বুধবার রাতে শিবপুর থানায় একটি এফআইআর করা হয়েছে। অভিযোগ, এই প্যাডে কোনও রেফারেন্স নম্বর পর্যন্ত উল্লেখ ছিলনা। এমনকি মন্ত্রীর বাড়ির ঠিকানায় ‘স্পেলিং মিসটেক’ ছিল। বৃহস্পতিবার সকালে এই নিয়ে এক সাংবাদিক বৈঠকে দলের মধ্য হাওড়ার সহ সভাপতি সুশোভন চট্টোপাধ্যায় জানান, রেলওয়ে সূত্র মারফত জানা যায় এরকম ‘জাল’ প্যাড ব্যবহার করে একাধিক আবেদন আসছিল।

 

এরপরই গতকাল খোঁজ নিয়ে থানায় এফআইআর করা হয়। অবিলম্বে দোষীদের খুঁজে বের করে অপরাধীদের শাস্তি দাবি করছি আমরা। দল এবং রাজ্যের মন্ত্রীকে কালিমালিপ্ত করতে এটা চক্রান্ত করা হয়েছে বলেও আমরা মনে করছি। এই বিষয়ে প্রশ্নের উত্তরে মন্ত্রী অরূপ রায় বলেন, “সই জাল করে জাল প্যাড ও স্ট্যাম্প ব্যবহার করার অনেকগুলো অভিযোগ আমাদের হাতে এসেছে। আমার ব্যক্তিগত সচিব ( পি.এ ) হাওড়ার পুলিশ কমিশনারকে বিষয়টি জানিয়েছেন। এর পাশাপাশি শিবপুর থানায় দলের মধ্য হাওড়ার যুব সভাপতি অভিষেক চট্টোপাধ্যায় এই নিয়ে একটি এফআইআর করেছেন। পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে।”

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News