বাংলার নিজের খবর,বাঙালির খবর

নারায়ণগড়, বেলদা ও কেশিয়াড়িতে বাজ পড়ে মৃত্যু হল চার জনের

জমিতে কাজ করবার সময় পশ্চিম মেদিনীপুর জেলায় বাজ পড়ে  অস্বাভাবিক মৃত্যু হল চার জনের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদা থানার রসুলপুর এলাকায়।  জানা গিয়েছে এদিন ধান জমিনে কাজ করবার সময় হঠাৎই প্রবল বৃষ্টি শুরু হয়। বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টি চলতে থাকে, তারপর বৃষ্টি হওয়ার পাশাপাশি বাজ পড়া শুরু হয়। সেই সময় জমি থেকে বাড়ি ফেরার পথে বাজ পড়ে অস্বাভাবিক মৃত্যু হলো এক মহিলা ও এক ব্যক্তির।

 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়  বেলদা থানার পুলিশ । পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম শকুন্তলা মান্ডি, তার বয়স ২৪ বছর ও মৃত ব্যাক্তির নাম সমীর হাঁসদা, তার বয়স ৫১ বছর,মৃত দু জনের বাড়ি বেলদা থানার রসুলপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই দুজন ধান জমিনে কাজ করছিলেন বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টি শুরু হওয়ার সময় বাড়ি ফেরার পথে বাজ পড়ে গুরুতর আহত হন এক মহিলা ও এক ব্যক্তি, এরপর স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে দুজনকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদেরকে দেখার পর মৃত বলে ঘোষণা করে।

 

মৃতদেহ ময়নাতদন্তের জন্য  হাসপাতাল থেকে সংগ্রহ করে খড়্গপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় বেলদা থানার পুলিশ।পাশাপাশি নারায়ণগড় থানার কাশীপুরের যমুনা গ্রামে বাজ পড়ে মৃত্যু হয় (৬২) বছর বয়সী বৃদ্ধের, পুলিশ জানিয়েছে মৃত বৃদ্ধর নাম চন্দ্রমোহন শিট। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় নারায়ণগড় থানার পুলিশ। এছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানার সহরিয়া গ্রামের পরেশ মালিক নামে ৬৬ বছর বয়সি এক ব্যক্তি চাষের কাজ সেরে বাড়ি ফেরার সময় বাজ পড়ে মারা যায়। পুলিশ মৃত দেহ টি উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News