একটানা বৃষ্টিতে জলমগ্ন আন্ডারপাস। জল নিকাশির ব্যবস্থা না থাকায়, আন্ডার পাসের জল ছাপিয়ে ঢুকে পড়ছে মৃৎশিল্পের কারখানায়। নিত্য দিনের ভোগান্তির কারণে জলে দাঁড়িয়ে সার্ভিস রোড অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের।
নিকাশির ব্যবস্থা না থাকায়, একটু বৃষ্টি হলেই আন্ডার পাসে জমে জল। এরপর ভারী বৃষ্টি হলে আন্ডারপাস ছাপিয়ে জল ঢুকে পড়ে জাতীয় সড়ক লাগোয়া মৃৎশিল্পের কারখানায়। দূর্গা পূজোর আগে মৃৎশিল্পে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে মৃৎশিল্পীদের। তাই বাধ্য হয়ে জলমগ্ন সার্ভিস রোডে অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার সকালে নদিয়ার শান্তিপুর থানা এলাকার ফুলিয়া স্টেশন রোডে ঢোকার মুখে জাতীয় সড়কের আন্ডারপাস এবং সার্ভিস রোডে জলের উপর দাঁড়িয়েই বিক্ষোভ দেখালেন বাসিন্দারা।
পরে শান্তিপুর থানার পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।