খেলতে খেলতে চিতাবাঘের আক্রমনের মুখে পরে এক শিশু। তাঁকে বাঁচাতে গিয়ে যখম হয় আরো ছয় জন। আজ অর্থাৎ বৃহস্পতিবার মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সাতজন আহতর মধ্যে একজন যুবকের মৃত্যু হয়। মৃত ওই যুবকের নাম প্রদীপ ওঁড়াও(২৬)। ঘটনাটি ঘটে মঙ্গলবার মহকুমার কুমলাই গ্রাম পঞ্চায়েতের নিপুচাপির চা-বাগান এলকায়।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে শ্রমিক বস্তির ৪ বছরের আয়ান রায় নামে এক শিশু বাড়ির পাশেই খেলাধুলা করছিল। ঠিক সেই সময়ে চা-বাগান থেকে বেরিয়ে এসে শিশুটির ওপর হামলা চালায়। শিশুটির চিৎকার শুনে প্রথমে তাঁকে বাঁচাতে তাঁর দাদু গৌরাঙ্গ রায় রিতি মতো বাঘের সাথে লড়াই শুরু করে। এমত অবস্থায় চিতাবাঘের হাত থেকে নিজের শিশু সন্তান ও বাবাকে বাঁচাতে ঝাঁপিয়ে পরে মুকেশ রায়।
তাঁদেরকে বাঁচাতে বাঘের ওপর ঝাঁপিয়ে প্রতিবেশী যুবক প্রদীপ ওঁড়াও, মার্কস ওঁড়াও এবং মাংরি ওঁড়াও নামের আরো তিন যুবক। এরপর চিতাবাঘটি চা-বাগানে পালিয়ে যায়। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় মালবাজার ওয়াইল্ড লাইফের আধিকারিক সহ বনকর্মীরা।
স্থানীয়রা সেখান থেকে আহত ৭ জনকে উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসায়ার জন্য নিয়ে যাওয়া হয়। আজ বৃহস্পতিবার সেখানেই বছর ২৬-এর প্রদীপ ওঁড়াওয়ের মৃত্যু হয়।