ভোলেবাবা’ অনেকদিন আগেই সবার মুখে ‘ভোলা’ হয়ে হয়ে উঠেছে। মহাদেবের প্ৰিয় প্রাণী বলে কথা। হ্যাঁ, একটা ষাঁড়ের কথা বলছি। পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের মাহাতা পঞ্চায়েতের রামচন্দ্রপুর ১ নম্বর কলোনি। গ্রামটিতে প্রায় ১২৫টি পরিবারের বাস। এতদিন সুখে-শান্তিতেই তাদের দিন কাটছিল। হঠাৎ মাস ছয়েক আগে কোথা থেকে একটা ষাঁড় এসে উপস্থিত ওদের গ্রামে। ওরা সকলেই ওকে ভালোবেসে ফেলেছে। কেউ ডাকে ‘ভোলেবাবা’ আবার কেউ ‘ভোলা’। এতদিন বেশ শান্ত ছিল ভোলা।
যে যা খাবার দিতো তাই খেত। কিন্তু ইদানিং ভোলা বেশ ক্ষিপ্ত হয়ে উঠেছে। মানুষের জমির ফসল নষ্ট করছে, মানুষকে তাড়া করছে, গ্রামের কয়েকটা পশুকে মেরেও ফেলেছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গাছপালা, ফসলের পর তার ক্রোধের শিকার হন একাধিক গ্রামবাসী। প্রাণ গিয়েছে গ্রামের বিভিন্ন গবাদি পশুরও। তবে ইদানীং নাকি ‘ভোলা’ আরও বেশি আক্রমণাত্মক হতে শুরু করেছে। তবে ঠিক কী কারণে তার এই আক্রোশ, তা এখনও স্পষ্ট নয়। ‘ভোলা’র ক্রোধের সামনে প্রশাসনও কার্যত অসহায়।
ভোলা’র বেলাগাম হামলার বিষয়টি স্থানীয় পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনের পাশাপাশি মহকুমা ও জেলা প্রশাসনকেও জানানো হয়েছে। এমনকি, রাজ্যের এক মন্ত্রীকেও বিষয়টি জানানো হয়েছে। গ্রামের এক বাসিন্দার কথায়, প্রশাসন অবিলম্বে ব্যবস্থা না নিলে বড় কোনও দুর্ঘটনা ঘটে যাবে। ‘ভোলা’র ভয়ে রাস্তায় কেউ বার হতে পারছেন না। বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় লাগছে।