একটানা বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে উদয়নারায়নপুরের খোসালপুরে মান্দারিয়া খালের উপরে থাকা ঢালাই ব্রীজ ভেঙে গেল। ফলে সমস্যায় পড়েছে খালের দুইপাড়ে থাকা বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর শুক্রবার বিকালে খাল দিয়ে জল যাওয়ার সময় ব্রীজের মাঝখানে থাকা পিলারের নিচের বালি সরে যাওয়ায় পরেই ব্রীজের মাঝখানে ফাটল দেখা দেয়। পরে ব্রীজ মাঝখান থেকে ভেঙে যায়।
এদিকে ব্রীজ ভেঙে যাওয়ার পরেই প্রশাসনের পক্ষ থেকে ব্রীজের দুটোমুখ বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য ব্রীজটি প্রায় ৬০বছরের পুরানো। ব্রীজটি ভেঙে যাওয়ায় খোসালপুরের সঙ্গে পাড় খোসালপুরের যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। খোসালপুরের বাসিন্দাদের বক্তব্য খালের ওপারে থাকা জমিতে চাষাবাদ বন্ধ হয়ে গেছে। জমি থেকে কাঁচা আনাজ আনতে পারা যাচ্ছেনা। স্কুলেও বাচ্চারা যেতে পারছেনা।
তাদের মতে চালতাখালি থেকে রাস্তা থাকলেও দূর হওয়ায় কেউ যেতে চাইছেনা। বিধায়ক সমীর পাঁজা জানান ওখানে একটা নতুন ঢালাই ব্রীজের জন্য প্রশাসনকে বলা হয়েছে। পাশাপাশি একটা বিকল্প রাস্তার ব্যাপারেও চিন্তাভাবনা করা হচ্ছে। অন্যদিকে ডিভিসি সহ বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার পরিমান বৃদ্ধি পাওয়ায় আমতা বিধানসভার বিভিন্ন নদীতে জল বৃদ্ধি পাচ্ছে। আর বন্যার আগাম সর্তকতায় শনিবার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন বিধায়ক সুকান্ত পাল।