কৃষ্ণনগর গোয়ারি বাজারে এক মাছ ব্যবসায়ীকে গুলি কাণ্ডে সিসিটিভি ফুটেজ প্রকাশ্য আসার পর সৈকত হালদার ও কুনাল হালদার কে গ্রেপ্তার করা হয় তারপর ধৃতদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়।
এরপর গতকাল গভীর রাতে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে, এবং জীত সাগর হালদার কে আজ কোতোয়ালি থানায় পুলিশ কৃষ্ণনগর জেলা আদালতে পাঠায়।