সিভিকে চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ার এর বিরুদ্ধে, অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে, ধৃতকে শনিবার পাঠানো হলো কৃষ্ণনগর জেলা আদালতে। গত ৩১ জুলাই কোতোয়ালি থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করেন দীপঙ্কর হালদার নামে এক টোটো চালক।
অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেন পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ধৃতর নাম তারক দে। সিভিক ভলেন্টিয়ারে চাকরি দেওয়ার নাম করে 11370 টাকা নেই বলে অভিযোগ। দীর্ঘ দিন হয়ে গেলেও চাকরি না পাওয়ায় টাকা ফেরত চাইতে গেলে টাকা ফেরত না দেওয়াই অবশেষে কোতোয়ালি থানার দারস্ত প্রতারিত হওয়া টোটো চালক।