বৃহস্পতিবার রাতে উলুবেড়িয়া পুরসভার জল প্রকল্প থেকে কয়েক লক্ষ টাকার জলের কর্মাশিয়াল মিটার চুরির অভিযোগের তদন্তে নেমে উলুবেড়িয়া থানার পুলিশ মিটার চুরি সহ চোরাই মিটার কেনাবেচার অভিযোগে ৩ দুস্কৃতীকে গ্রেপ্তার করল। ধৃতেরা হল সেখ সাবির হোসেন, সেখ আনাহার এবং সেখ সামিরুল বাসার। ধৃতদের শনিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া বেশকিছু মিটার উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত বৃহস্পতিবার রাতে উলুবেড়িয়া পুরসভার জল প্রকল্পের ভিতর থেকে কয়েক লক্ষ টাকার জলের লাইনের কর্মাশিয়াল মিটার চুরি করে পালায় দুস্কৃতীরা। শুক্রবার সকালে চুরির বিষয়টি নজরে আসে জল প্রকল্পের কর্মীদের। এরপরেই পুরসভার পক্ষ থেকে উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস জানান তিন দুস্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করেছে। ভবিষতে এই ধরনের ঘটনা বন্ধ করতে জল প্রকল্পে নজরদারি বাড়ানো হচ্ছে।