গাছের ডাল পড়ে মৃত্যু এক মহিলা পেয়ারা ব্যবসায়ীর। জানাযায় মৃত মহিলার নম রামপেয়ারি কেয়াত (৪৯), ঘটনাটি নদীয়ার কল্যানী থানার এনএসএস রোডে, স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, প্রতিবেশীর বাইকে করে সকালের দিকে গয়েশপুরে পেয়ারা নিয়ে ফিরছিলেন, প্রচন্ড বৃষ্টি পড়ছিল তখন হঠাৎ করেই গাছের ডাল ভেঙে পড়ে বাইকের উপরে তার ঘাড়ের মধ্যে পড়ে।
গুরুতর যখম অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় মহিলার। ঘটনায় পরিবারের শোকের ছায়া। তবে পুরো ঘটনার তদন্তে কল্যাণী থানার পুলিশ।