মানব দেহের ক্ষেত্রে আঁচিল ততটা ক্ষতিকারক নয়, তবে দেহের সৌন্দর্যের ক্ষতি করে। বিশেষ করে যদি আঁচিল হয় মুখাবয়বে। বিজ্ঞান বলছে, হিউম্যান প্যাপিলোমাভাইরাসের সংক্রমণের কারণে শরীরে ক্রমশ বাড়তে থাকে এই সমস্যা। ছোট-বড় নানা আকৃতির আঁচিলে ভরে ওঠে শরীর। তখন আমরা অনেকেই এই আঁচিল থেকে বাঁচতে বিভিন্ন ওষুধ খাই। কেউ আবার লেজ়ার থেরাপিরও সাহায্য নেন। কিন্তু ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র জানাচ্ছে, আঁচিল নির্মূল করা যায় কয়েকটি ঘরোয়া টোটকায়।
১) রসুন : ত্বকের যত্নে রসুন খুবই উপকারী। রসুনে রয়েছে অ্যালিসিন নামক উপাদান। অ্যালিসিন অ্যান্টি-মাইক্রোবায়াল উপাদান। রসুন থেঁতো করে আঁচিলের জায়গা লাগিয়ে অন্তত ১৫/২০ মিনিট রেখে দিতে হবে। এভাবে পর পর ৪/৫ দিন করলে আঁচিল নির্মূল হবে। ২) কলার খোসা : কলার খোসা ছাড়িয়ে আঁচিলের অংশ ঢেকে রেখে দিন সারা রাত। প্রয়োজনে কোনও কাপড় কিংবা টেপ দিয়ে আটকে রাখতে পারেন শরীরের সঙ্গে। এই টোটকাতেও আঁচিলের সমস্যা কমবে।
৩) ভিটামিন ই : ওষুধের দোকানে অল্প দামেই ভিটামিন ই ক্যাপসুল পাওয়া যায়। সেই ক্যাপসুলের তেল বের করে আঁচিলের উপর মাখিয়ে গজ দিয়ে সারা রাত রেখে দিন। এভাবে পর পর ৪/৫ দিন করলে আঁচিল খসে পড়বে। ৪) অ্যাপল সাইডার ভিনিগার : ভিনিগারে ভেজানো তুলো আঁচিলের উপর রেখে গজ দিয়ে ঢেকে রাখুন সারা রাত। এক দিন করলে চলবে না। পর পর বেশ কয়েক দিন করুন। আঁচিল থেকে মুক্তি পেতে পারেন।