বর্ষা মানেই একটু কোথাও ঘুরতে যাওয়া। পাহাড় অথবা সমুদ্র। যারা সমুদ্র পছন্দ করেন তাদের কাছে পুরী-দিঘা আর ভালো লাগছে না। তাই এবার আমাদের নতুন ডেস্টিনেশন হোক উড়িষ্যার। ‘আর্যবল্লি সমুদ্র সৈকত’। ঘন নীল সমুদ্র, সবুজ বনাঞ্চল এবং সোনালী বালুকাবেলা নিয়ে তৈরী একটি দুর্দান্ত জায়গা আর্যবল্লি সমুদ্র সৈকত। ছিমছাম, শান্ত এক বালুকাবেলায় জীবনের মানে খুঁজে নিতে চাইলে এর চেয়ে ভাল গন্তব্য আর হতে পারে না।
সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময়গুলি সি বিচের পাশে বসিয়ে কয়েক ঘন্টা কাটিয়ে দিতে পারবেন। ওড়িশার বেরহামপুর থেকে আর্যবল্লি সি বিচের দূরত্ব ৩০ কিলোমিটার আর ভুবনেশ্বর থেকে ১৪৮ কিলোমিটার। চেন্নাইগামী যে কোনো ট্রেনে উঠলে আপনাকে বেরহামপুর স্টেশনে নামতে হবে। সেখান থেকে আপনি গাড়ি বা বাসে চড়েই পৌঁছে যেতে পারবেন এই অনন্য সুন্দর সমুদ্র সৈকতে। বেশ কিছু হোটেল ও রিসর্ট আছে। তবে অনলাইন বুকিং করে গেলে নিজের পছন্দ মতো জায়গা পাবেন।
আর্যবল্লি সমুদ্র সৈকত থেকে আপনি চাইলেই ১৩ কিমি দূরে গোপালপুর বিচ ঘুরে আসতে পারেন। সাথেই পোর্টগড় দুর্গ, তারাতারিণী মন্দির, মা বৈরবী মন্দির, চিল্কা হ্রদ এসব জায়গা ঘুরে দেখতে পারবেন। সোনালি বালির উপর খালি পায়ে হেঁটে সমুদ্রের দিকে এগিয়ে যেতে আপনার এক অন্যরকম ভালো লাগবে। আর যেহেতু এই ভ্রমণে আপনার মাথাপিছু খরচ খুব একটা বেশি হবে না, তাই যে কোন উইকেন্ডেই আপনি ঢুঁ মেরে আসতে পারেন। দ্বিধা না করে বেরিয়ে পড়ুন এই নতুন সমুদ্র সৈকতের উদ্দেশ্যে।