আলুর দাম নিয়ন্ত্রণ করতে জোর নজরদারি চালালো পুলিশ প্রশাসন। ১১৬ জাতীয় সড়কে বেলদার কাছে রাস্তায় আলুর নাকা চেকিং চলে। কোনরকম রাজ্যের বাইরে আলু, যেতে দিতে নারাজ রাজ্য সরকার। অবৈধ ভাবে ভিন রাজ্যে আলু পাচারকে রোখার জন্য এই অভিযান বলে পুলিশ সূত্রে জানা গেছে।
উল্লেখ্য এ রাজ্যে আলুর মূল্য হু হু করে বাড়ার জন্য নাজেহালসাধারণ মানুষ।পশ্চিমবঙ্গ সরকার আলুর মূল্য নিয়ন্ত্রণ করার জন্য একাধিক একাধিক পদক্ষেপ নিয়েছে। সেই পদক্ষেপের একটি ধাপ ভিন রাজ্যে আলু পাচার রোধ করার উদ্যোগ নিয়েছে।