আজ প্রখ্যাত সঙ্গীত শিল্পী সকলের প্রিয় কিশোর কুমারের জন্মদিন সেই উপলক্ষে কেক কেটে, গান গেয়ে, কিশোর কুমারের জন্ম দিবস উদযাপিত হল, নদিয়ার তাহেরপুর কিশোর কুমার ফ্যানস ক্লাবের উদ্যোগে।
সকাল থেকে নদিয়ার তাহেরপুর বড়বাজারে কিশোর কুমার ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে শুরু হয়ে যায় তাদের নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
রবিবার সকালে কিশোর কুমারের জন্মদিন উদযাপন হল আড়ম্বরের সঙ্গে। কিশোর কুমারের ভক্তরা ৪ অগাস্ট আসলেই তারা ভুলতে পারেন না এই দিনটা।গত পাঁচ বছর ধরে তাই দৈনিক রুটিন ছেড়ে দিনটিকে তারা উৎসর্গ করেন কিশোর কুমারের জন্য। কেক কেটে, গান গেয়ে, কিশোরের চর্চায় এই দিনটাই তাদের কাছে অলিখিত কিশোর দিবস হয়ে ওঠে।
রবিবার সেই উপলক্ষেই বড়বাজারে মূল রাস্তার ধারে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছিল। বেলুন লাগিয়ে, কেক কেটে, শিল্পীর ছবিতে মালা পরিয়ে চলে কিশোর স্মরণ করা হলো। পাশাপাশি কিশোর কুমারের ৯৫ তম জন্মদিন উপলক্ষে ৯৫টি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান দেবেশ দে (তাহেরপুর কিশোর কুমার ফ্যানস ক্লাব, সদস্য) তিনি বলেন এই দিন সকাল থেকে রাত অবধি নানা অনুষ্ঠান রাখা হয়েছে রাস্তায় পথচারীদের লজেন্স দেওয়া হয়েছে।