বাংলার নিজের খবর,বাঙালির খবর

ডিভিসির ছাড়া জলে আমতা উদয়নারায়নপুরে বন্যার ভ্রুকুটি

ডিভিসির ছাড়া জলে হাওড়া জেলার আমতা ও উদয়নারায়নপুরে বন্যার ভ্রুকুটি দেখা দিয়েছে। ডিভিসি জল ছাড়ার ফলে উদয়নারায়নপুরের দামোদর ও আমতার মুন্ডেশ্বরী নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে। এদিকে ডিভিসি জল ছাড়ায় শনিবার রাতে মুন্ডেশ্বরী নদীর উপরে থাকা আমতা ২ নং ব্লকের কুলিয়া ঘাট. গায়েনপাড়া ঘাট, আজানগাছি টাকীপাড়া ঘাট এবং রুপনারায়ন নদীর উপরে থাকা পানশিউলি ঘাটের বাঁশের সেতু ভেঙে যায়। ফলে মূল ভূখন্ডের সঙ্গে হাওড়ার দীপাঞ্চল ভাটোরার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দীপাঞ্চলের প্রায় ৪০ হাজার বাসিন্দা সমস্যায় পড়েন।

 

 

সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে নৌকায় নদী পারাপারের ব্যবস্থা করা হলেও দুপুরের পরে নদীতে জল বাড়তে থাকায় নৌকা চলাচল বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে রবিবার সকালেই কুলিয়াঘাটে আসেন আমতার বিধায়ক সুকান্ত পাল। বেলায় আসেন হাওড়ার জেলাশাসক পি দীপাপপ্রিয়া, উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মন্ডল। তারা এলাকা পরিদর্শন করার পাশাপাশি একটি বৈঠক ও করেন। আমতার বিধায়ক সুকান্ত পাল জানান ৪টি বাঁশের সেতু ভেঙে যাওয়ায় নদীপথে নৌকা চালানো হলেও পরে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি জানান খুব প্রয়োজন ছাড়া নদী পারাপার করতে মানুষকে বারন করা হয়েছে।

 

 

বিধায়ক জানান ত্রান শিবিরগুলিকে প্রস্তুত রাখা হয়েছে। পর্যাপ্ত ত্রান মজুদ রাখা হয়েছে। দীপাঞ্চলের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ২৪ ঘন্টা খোলা রাখা হচ্ছে। অন্যদিকে রবিবার উদয়নারায়নপুরেও একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন জেলাশাসক। উপস্থিত ছিলেন বিধায়ক সমীর পাঁজ। সূত্রের খবর বৈঠকে ত্রান শিবিরগুলিকে প্রস্তুত রাখতে বলা হয়েছে। পর্যাপ্ত ত্রান মজুদ রাখতে বলা হয়েছে। নদী তীরবতী এলাকার বাসিন্দাদের মাইকিং করে সর্তক করা হচ্ছে।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News