সীমান্তবর্তী নদিয়ার চাপরা এলাকা থেকে তক্ষক পাচার করতে গিয়ে পুলিশের জালে গ্রেফতার তিন। তক্ষক কেনাবেচা করতে এসে হাতেনাতে তিন যুবককে ধরে ফেললো চাপড়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে চাপড়া থানার মাষ্টার পড়া এলাকায় হানা দেয় পুলিশ, এরপর একটি তক্ষক সহ একটি চার চাকা গাড়ি বাজেয়াপ্ত করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গাড়ি করে ভিন্ন রাজ্য পাচারের ছক করছিল অভিযুক্তরা। ধৃতদের নাম আফারান সেখ,ভোলা মিয়া ও আমানুর সেখ। আফরান সেখ বিহারের বাসিন্দা। তবে কোথা থেকে এই তক্ষক আনা হল ও তার পেছনে বিদেশী যোগ আছে কি না সেই বিষয়ে তথ্য জানতে তদন্ত শুরু করছে পুলিশ।ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের ধারায় মামলা রুজু করছে চাপড়া থানার পুলিশ। রবিবার ধৃত তিন জনকেই বিশেষ আদালতে পেশ করা হয়।